এসকিউয়েল স্টেটমেন্ট টিউটোরিয়াল (SQL Statement Tutorial in Bangla)
ডেটাবেসের বেশিরভাগ কাজ এসকিউয়েল স্টেটমেন্ট এর দ্বারা করা যায়।যেমন নিচের এসকিউয়েল স্টেটমেন্ট টি দিয়ে friends টেবিল এর সব রেকর্ড সিলেক্ট হবে।
SELECT*FROM friends
এসকিউয়েল কিন্তু case sensitive না অর্থাৎ ‘select*from friends’এবং SELECT*FROM friends দুটোরই একি কাজ ও আউটপুট হবে।
SQL DML ও DDM
এসকিউয়েল কে দুই ভাবে ভাগ করা যায়
DDL-Data Defination Language:এটা দিয়ে ডেটাবেস তৈরী,ডিলিট ইত্যাদি করা হয়।index(keys) সঙ্গায়িত করা হয়,দুটি টেবিলের মধ্যে সংযোগ তৈরী করা হয়,টেবিলের মধ্যে constraints ঠিক করে দেয়া হয় ইত্যাদি।গুরত্বপূর্ন DDL statement গুলো হল
CREATE DATABASE-নতুন ডেটাবেস তৈরী হয়
ALTER DATABASE-ডেটাবেস সম্পাদন করা হয়
CREATE TABLE-নতুন টেবিল তৈরী হয়
ALTER TABLE-টেবিল সম্পাদন করা হয়
CREATE INDEX- INDEX তৈরী হয়
DROP INDEX- INDEX মুছে যায়
DML-Data Manipulation Language
Query (অনুসন্ধান) এবং update SQL এর DML অংশ দিয়ে করা হয়।
SELECT-ডেটাবেস থেকে ডেটা তুলে আনে
UPDATE-ডেটা আপডেট(হালনাগাদ)করে
DELETE-ডেটাবেস থেকে তথ্য মুছে দেয়
0 comments:
Post a Comment