Sunday, December 25, 2011 Posted by Coder Example 0 comments » Posted in

এসকিউয়েল স্টেটমেন্ট টিউটোরিয়াল (SQL Statement Tutorial in Bangla)

ডেটাবেসের বেশিরভাগ কাজ এসকিউয়েল স্টেটমেন্ট এর দ্বারা করা যায়।যেমন নিচের এসকিউয়েল স্টেটমেন্ট টি দিয়ে friends টেবিল এর সব রেকর্ড সিলেক্ট হবে।

SELECT*FROM friends

এসকিউয়েল কিন্তু case sensitive না অর্থাৎ select*from friends’এবং SELECT*FROM friends দুটোরই একি কাজ ও আউটপুট হবে।

SQL DML DDM

এসকিউয়েল কে দুই ভাবে ভাগ করা যায়

DDL-Data Defination Language:এটা দিয়ে ডেটাবেস তৈরী,ডিলিট ইত্যাদি করা হয়।index(keys) সঙ্গায়িত করা হয়,দুটি টেবিলের মধ্যে সংযোগ তৈরী করা হয়,টেবিলের মধ্যে constraints ঠিক করে দেয়া হয় ইত্যাদি।গুরত্বপূর্ন DDL statement গুলো হল

CREATE DATABASE-নতুন ডেটাবেস তৈরী হয়

ALTER DATABASE-ডেটাবেস সম্পাদন করা হয়

CREATE TABLE-নতুন টেবিল তৈরী হয়

ALTER TABLE-টেবিল সম্পাদন করা হয়

CREATE INDEX- INDEX তৈরী হয়

DROP INDEX- INDEX মুছে যায়

DML-Data Manipulation Language

Query (অনুসন্ধান) এবং update SQL এর DML অংশ দিয়ে করা হয়।

SELECT-ডেটাবেস থেকে ডেটা তুলে আনে

UPDATE-ডেটা আপডেট(হালনাগাদ)করে

DELETE-ডেটাবেস থেকে তথ্য মুছে দেয়

INSERT INTO-ডেটাবেসে তথ্য ঢুকায়

0 comments:

Post a Comment