Sunday, December 25, 2011 Posted by Coder Example 0 comments » Posted in

এসকিউয়েল দিয়ে ডেটাবেস তৈরী (SQL Database Creation Tutorial in Bangla)


MySQL এ কাজ শুরুর আগে একটা ডেটাবেস তৈরী করে নিতে হবে।CREATE DATABASE এই স্টেটমেন্ট দিয়ে একটি ডেটাবেস তৈরী করতে হয়।XAMPP চালু করা আছেতো?না থাকলে চালু করেন এবং ব্রাউজার খুলে এর এড্রেসবারে লিখুন http://localhost/ লিখে এন্টার দিন এবার এখানে বামদিকে নিচে Tools এর অধীনে phpMyadmin এ ক্লিক করুন সবশেষে SQL ট্যাবে ক্লিক করুন।

এখানে লিখুন নিচের মত (CREATE DATABASE designer) এবং go বাটনে ক্লিক করুন ব্যাস একটা ডেটাবেস তৈরী হয়ে গেল



এবার বাম দিকে দেখুন designer নামে একটা ডেটাবেস আসছে।

ডেটাবেস সিলেক্ট করা

একটা সার্ভারে একাধিক ডেটাবেস থাকতে পারে এখান থেকে একটি সিলেক্ট করে ব্যাবহার করতে চাইলে নিচের স্টেটমেন্ট টি ব্যাবহার করুন

USE database_name(যে ডেটাবেসটি ব্যাবহার করতে চান database_name এর জায়গায় সেই নামটি দিয়ে দিন।)

ডেটাবেস মোছা

একটা অপ্রয়োজনীয় ডেটাবেস মুছতে নিচের স্টেটমেন্ট

DROP DATABASE database_name(যে ডেটাবেসটি মুছতে চান database_name এর জায়গায় সেই নামটি দিয়ে দিন।)

একবার কোন ডেটাবেস মুছলে তার টেবিলসহ সব ডেটা চলে যায় আর ফিরিয়ে আনা(undo) সম্ভব নয়,তাই সতর্কতার সাথে কাজটি করতে হবে যাতে প্রয়োজনীয়টি ভুলেমুছে না দেন।

0 comments:

Post a Comment