Sunday, December 25, 2011 Posted by Coder Example 0 comments » Posted in

এসকিউয়েল ইনসার্ট স্টেটমেন্ট টিউটোরিয়াল (SQL Insert Statement in Bangla)

এসকিউয়েল (SQL) দিয়ে আপনি টেবিলে এক বা একাধিক সারি(row) ঢুকাতে পারেন।এমনকি একটা সারি(row)এর ডেটা সহ ঢুকাতে পারেন।যেমন:

INSERT INTO test (id, first name, last name, email, course name,mobile) VALUES

(8, 'Majumder', 'Arka', ' arka@techie.com', ‘Arka’, ‘8016255802’)

বেশ কয়েকটা পদ্ধতি আছে ডেটা ঢুকানোর তবে যেটা দেখালাম এটা তখন উপকারী যখন প্রতিটি ফিল্ডের জন্য ভ্যালু থাকেনা।( id, first name, last nameএগুলো হল এক একটি ফিল্ড)

যদি প্রতিটি ফিল্ডের ভ্যালু থাকে তাহলে নিচের মত করে ডেটা ঢুকানো হয়

INSERT INTO test VALUES (8, 'Majumder', 'Arka', 'arka@techie.com', ‘Arka’, ‘9563219459’)

আপনি চাইলে শুধু নির্দিষ্ট কোন কলামে ডেটা ঢুকাতে পারেন।যেমন

1.INSERT INTO test(firstname, lastname) VALUES(‘Ananya', ‘Ghosh')

আরেকটা পদ্ধতি আছে চাইলে কোন একটা নির্দিষ্ট কলামে এভাবে ডেটা ঢুকাতে পারেন।

1.INSERT INTO test SET id = 9

এতে করে অন্যান্য ফিল্ডগুলি ফাকা বা ডিফল্ট ভ্যালু থাকবে।

0 comments:

Post a Comment