এসকিউয়েল প্রাইমারি কী টিউটোরিয়াল (SQL Primary Key Tutorial in Bangla)
১.এটা দিয়ে টেবিলের প্রতিটি entries কে অনন্য/আলাদাভাবে(uniquely) চিহ্নিতকরন/শনাক্তকরন করা হয়।
২.আপনি একটা বা একাধিক কলামকে প্রাইমারি কী হিসেবে সেট করে দিতে পারেন।যেটাই করেন এই প্রাইমারি কী টাই আপনার টেবিলের প্রতিটি সারি(row) কে অনন্য/আলাদাভাবে(uniquely) চিহ্নিত করবে।
৩.যদি একাধিক কলামকে প্রাইমারি কী হিসেবে সেট করেন তাহলে সব কলামগুলো মিলে একটা প্রাইমারি কী .একটা টেবিলে একটাই প্রাইমারি কী থাকবে।
৫.প্রাইমারি কী ফাকা থাকবেনা।
Labels: এসকিউয়েল প্রাইমারি কী টিউটোরিয়াল (SQL Primary Key Tutorial in Bangla)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home