ডেটাবেস টিউটোরিয়াল | ভূমিকা
ওয়েবসাইট তৈরীতে ডেটাবেসের ভূমিকা অনন্য।ডেটাবেস আসলে একটা ঔষধের দোকানের মত এখানে যেমন একেকদিকে একেকরকমের রেকগুলোতে ঔষধ সাজিয়ে রাখে যাতে পরে কেউ চাইলে খুজে পেতে সুবিধা হয়,তেমনি ডেটাবেসেও আমরা তথ্যগুলিকে শ্রেনীবদ্ধ ভাবে সাজিয়ে রাখব।ধরুন আপনি একটি বিয়ের ওয়েবসাইট খুলবেন যেখানে হাজার হাজার পাত্র পাত্রীর তথ্য থাকতে হবে বা ফেসবুকের কথাই ধরেন কয়েক কোটি মানুষের তথ্য এখানে আছে তাদের নাম,ছবি,জন্ম তারিখ,পছন্দ ইত্যাদিসহ এই তথ্যগুলি ফেসবুকের ডেটাবেসে সংরক্ষিত আছে এখন যদি কেউ কোন নামের উপর ক্লিক করে বা কোন নাম অথবা ইমেইল ইত্যাদি সার্চবক্সে দিয়ে সার্চ করে তখন ফেসবুক তার ভিতরে যে ডেটাবেস আছে সেখানে গিয়ে সেই নাম বা ইমেইল খুজে বের করে এবং তার তথ্য আমাদের সামনে হাজির করে।এখন এ কাজগুলি আপনাকে করতে হবে যেমন একটি ডেটাবেস তৈরী,এখান থেকে তথ্য ওয়েব পেজে দেখানো ইত্যাদি।
0 comments:
Post a Comment