SQL=Standard Query Language(উচ্চারন সেকুয়েল বা এসকুয়েল ess-cuell) ডেটাবেস তৈরী এবং অনুসন্ধানের(query)জন্য এটা একটা শক্তিশালি ল্যাংগুয়েজ.এই ল্যাংগুয়েজ দিয়ে যেকোন ডেটাবেস সিস্টেমের ডেটা পরিচালনা(Manipulate) এবং অ্যাকসেস করতে পারবেন যেমন-MySQL,SQL Server,Oracle ইত্যাদি। এটা 4th generation language.তবে এটা কোন পূর্নাঙ্গ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় কারন ডেটা স্ট্রাকচার সাপোর্ট করেনা যেমন loop,branch. এখানে এস কিউয়েল দিয়ে কিভাবে MySQL Database অ্যাকসেস করা যায় তা আলোচনা করা হবে। এসকিউয়েল দিয়ে কি কি করা যায় নতুন একটা ডেটাবেস তৈরী করা যায় নতুন টেবিল তৈরী করা যায় Query করা যায় ডেটাবেস থেকে ডেটা তুলে আনা যায় ডেটাবেসে নতুন রেকর্ড ঢুকানো যায় রেকর্ড আপডেট করা যায় ডিলিট করা যায় ইত্যাদি |
যেভাবে এসকিউয়েল কমান্ড লেখা শুরু করবেন |
XAMPP Control Panel থেকে Apache এবং MySQL চালু করার পর ব্রাউজার খুলে এর এড্রেসবারে লিখুন http://localhost/xampp/ ফলে নিচের মত আসবে এবার এখানে বামদিকে নিচে Tools এর অধীনে phpMyadmin এ ক্লিক করুন এবার যে উইন্ডোটি আসলো এখান থেকে MySQL ডেটাবেস তৈরী থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন।এই উইন্ডো আসার পর নিচের দিকে phpMyAdmin এর উপর ক্লিক করুন।এখানে একটি বিষয় জানিয়ে রাখি তা হল এই উইন্ডো থেকে আপনি মাউস দিয়ে ক্লিক করে ডেটাবেস তৈরী,মোছা,ডেটা ঢুকানো সবই করতে পারবেন তবে পরামর্শ এটা যে,আপনি কমান্ড লিখে লিখে একাজগুলো করুন যেভাবে নিচে আলোচনা করা হবে এতে করে পরে পিএইচপি তে স্ক্রিপ্ট লিখতে সুবিধা হবে। এবার যে উইন্ডো আসলো তা দেখতে নিচের মত-এখানে এসকিউয়েল ট্যাবের উপর ক্লিক করুন। এসকিউয়েল ট্যাবে ক্লিক করার পর একটা বক্স আসবে এখানেই সব SQL কমান্ড লিখতে হবে। |
0 comments:
Post a Comment